ঢাকাWednesday , 18 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

শালিখায় প্রতারণার শিকার হয়ে সংবাদ সম্মেলন

দেশ চ্যানেল
October 18, 2023 9:33 am
Link Copied!

রাজু আহমাদ,শালিখা (মাগুরা) প্রতিনিধি:

প্রতারণার শিকার হয়ে সংবাদ সম্মেলন করেছেন মাগুরার শালিখা উপজেলার শতপাড়া গ্রামের সৌদি প্রবাসী আল-মামুনের ভাই মাহমুদ হাসান, দেলোয়ারের স্ত্রীর রিমা, জাহাঙ্গীরের স্ত্রী মুন্নি ও তাদের পরিবারের সদস্যবৃন্দ। গতকাল বুধবার সকালে নিজ বাড়িতে ডাকা এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আল মামুনের ভাই মাহমুদ হাসান বলেন, সেপ্টেম্বর মাসের ৮ তারিখে আমাদের গ্রামের প্রবাসী সেলিম মোল্লার পিতা মালেক মোল্লা আমার ভাইকে সৌদি আরবের আলরাজি অথবা নেছমা কোম্পানিতে কাজ দেওয়ার কথা বলে চার লক্ষ দশ হাজার টাকা নেয় এবং আমার ভাইকে সৌদি আরবে পাঠায় তবে তারা সেখানে কোনো কাজ দেয়নি এমনকি আমার ভাইকে থাকার জায়গাও দেয়া হয়নি । বিষয়টি নিয়ে মালেক মোল্লার সাথে কথা বললে মালেক মোল্লার সঙ্গে কথা বলে কোনো লাভ হয়নি বলে জানান তিনি। অপর দুইজন ভুক্তভোগী জাহাঙ্গীরের স্ত্রী মুন্নি ও দেলোয়ারের স্ত্রী রিমা খাতুন বলেন, আমাদের স্বামীদেরকে সৌদি আরবের নামকরা কোম্পানিতে কাজ দেওয়ার কথা বলে আমাদের প্রত্যেকের কাছ থেকে চার লক্ষ দশ হাজার টাকা নিয়েছে শতপাড়া গ্রামের মালেক মোল্লা কিন্তু কথা অনুসারে তারা আমাদের স্বামীদেরকে কাজ দেয়নি ফলে আমাদের স্বামীরা বর্তমানে সৌদি আরবের রাস্তায় রাস্তায় ঘুরছে তাদের থাকার জায়গা টুকও নাই। তাদের কোনো আকামা (কাজের অনুমতি পত্র) দেয়া হয়নি। প্রথমে কয়েকদিন দুই নম্বরিভাবে কাজ দিলেও তাদের কোনো বেতন দেয়া হয়নি। বর্তমান আমাদের বাড়ি থেকে টাকা পাঠিয়ে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে । তাই আমরা চাই মালেক মোল্লা যেন আমাদের স্বামীদের সৌদি আরবে ভালো কোম্পানিতে কাজের ব্যবস্থার পাশাপাশি থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। এ ব্যাপারে গ্রামের মাতব্বর ও হাজরাহাটি ফাড়িতে অভিযোগ দিয়ে কোনো সমাধান হয়নি বলেও জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শালিখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, আমি বিষয়টা শুরু থেকে প্রত্যক্ষভাবে নজরদারি করছি, প্রবাসী সেলিম মোল্লা ও তার পিতা মালেক মোল্লা সৌদি আরবে কাজ দেওয়ার কথা বলে জাহাঙ্গীর, দেলোয়ার ও আল মামুনের সঙ্গে যে কাজ করেছে তা সত্যি অমানবিক। তিনি আরো বলেন, আমি বিষয়টি নিয়ে মালেক মোল্লা ও তার বড় ভাদের সাথে কথা বলেছি কিন্তু কোন লাভ হয়নি। এ ব্যাপারে অভিযুক্ত মালেক মোল্লার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি পুরোটাই আমার প্রবাসী ছেলে সেলিম মোল্লা নিয়ন্ত্রণ করেছে, আমি তেমন কিছু জানি না তবে তাদেরকে (ভুক্তভোগীদের) প্রথমদিকে কাজ দেওয়া হয়েছিল যা তারা করে নাই। এই বলে অভিযোগ এড়িয়ে যান তিনি। এ ব্যাপারে জানতে চাইলে শালিখা হাজরাটি তদন্ত ইনচার্জ আবুল কাশেম বলেন, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি, তবে পরে অভিযোগের বাদী এবং স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম দায়িত্ব নিয়ে বিষয়টি সমাধান করে ফেলবে বলে আমাকে জানিয়ে দেই তাই আমি আর কোন ব্যবস্থা গ্রহণ করি নাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST