রাজু আহমাদ,শালিখা (মাগুরা) প্রতিনিধি :
মাগুরার শালিখায় পাঁচ বোতল ফেনসিডিলসহ জিল্লুর রহমান (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে শালিখা থানা পুলিশ। রবিবার রাতে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এস আই) লিটন গাজীর নেতৃত্বে এএসআই লিটন হোসেন ও মিলন সঙ্গীয় পুলিশের একটি চৌকস দল দেশমূখপাড়া গ্রাম থেকে তাকে আটক করে। জিল্লুর রহমান শালিখা উপজেলার দেশমূখপাড়া গ্রামের মৃত আলতাফ মৃধার ছেলে। শালিখা থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন বলেন, শালিখা উপজেলাকে মাদকমুক্ত করতে আমরা জিরোটলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় গোপন ভিত্তিতে রবিবার রাতে জিল্লুর রহমান নামে এক মাদক কারবারিকে পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক কোর্টে সফর্দ করা হয়েছে।