শালিখা (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শালিখায় ইউসুফ মোল্লা (৪৬) নামে এক যুবককে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে শালিখা পুলিশ। বুধবার রাতে শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের মনোখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়। ইউসুফ মোল্লা মাগুরা জেলার পাশ্ববর্তী জেলা নড়াইলের কমখালী গ্রামের মৃত সিদ্দিক মোল্যার ছেলে। শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিটন গাজীর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম তাকে আটক করেন। তথ্যটি নিশ্চিত করে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবতায়নের লক্ষ্যে শালিখা উপজেলাকে মাদক মুক্ত করতে মাগুরা জেলা পুশিল সুপার মশিউদ্দৌলার রেজা পিপিএম(বার) এর দিকনির্দেশনায় আমাদের অভিযান চলছে তারই ধারাবাহিকতা গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফ মোল্লা নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক কোর্টে সোপর্দ করা হয়েছে । পাশাপাশি মাদকদ্রব্যের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।