রাজু আহমাদ,শালিখা উপজেলা (মাগুরা) প্রতিনিধি:
৬ষ্ট উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন -২০২৪ইং (২য় ধাপ) উপলক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলার শালিখা উপজেলা পরিষদ নির্বাচনে ২১শে মে ২০২৪ইং মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে ফলাফল সংগ্রহ ও ফল প্রকাশ করেন ,উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং অফিসার জনাব হরেকৃষ্ণ অধিকারী।
উপজেলা চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে এ্যাড,শ্যামল কুমার দে মোট ৩১,১৮৯ ভোট পেয়ে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের থেকে ৪৪০৫ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে এ্যাড,সজীব আহমেদ মোট ৩৫,৬৭৮ ভোট পেয়ে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের থেকে১৩,১৪১ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে জেসমিন আক্তার সাবানা মোট ১৮,১১৮ ভোট পেয়ে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের থেকে ৭৯৩ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।
নব নির্বাচিত প্রার্থীদেরকে অভিনন্দন সহ শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে উপজেলা বাসী।