বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
ঢাকায় শাহবাগে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বরিশালের বাকেরগঞ্জে কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ সরকারি কলেজের সম্মুখে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বৈষম্যের শিকার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তাদের দাবি দাওয়া আদায়ে রবিবার ঢাকার শাহবাগে আন্দোলন চলাকালে পুলিশ শিক্ষকদের উপর নির্বিচারে লাঠিপেটা এবং জলকামান নিক্ষেপ করে। এতে অর্ধশতাধিক শিক্ষক আহত হয়। দ্বিতীয় গণঅভ্যুত্থানের পর বৈষম্য শিকার শিক্ষকরা বেতনসহ তাদের দাবি আদায়ে আন্দোলন করবে এটাই স্বাভাবিক। তাদের আন্দোলনে পুলিশী হামলার তীব্র নিন্দা জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন এবং ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আহবান জানান।