শার্শা বিনোদন প্রতিনিধি
যশোর জেলা শার্শা থানার তানযীমুল কুরআন ক্যাডেট হিফয মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর।
শুধু বই পড়ে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। বাস্তব শিক্ষার জন্য ভ্রমণ খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার জন্য প্রয়োজন বিনোদন.শিখবে শিশু বাড়বে জ্ঞান অর্জন। এই স্লোগান কে সামনে রেখে শিক্ষার্থীদের ভ্রমণের জন্য ২০২৫ সালে নতুন বছরে ফেব্রুয়ারী মাসে হালকা শীতের আমেজে চমৎকার আবহাওয়া কে ঘিরে যশোর জেলার শার্শা থানার এক ব্যাতিক্রম ইসলামিক প্রতিষ্ঠান তানযীমুল কুরআন ক্যাডেট হিফয মাদ্রাসার উদ্যোগে প্রায় ১২০ জন শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে শিক্ষা সফরের আয়োজন করা হয়।
এই শিক্ষাসফরের স্থান ছিলো যশোরের ঐতিহাসিক জেস গার্ডেন পার্ক এবং যশোর বিমান বন্দর পার্ক। যেখানে শিক্ষার্থীদের সকালের নাস্তা, দুপুরের খাওয়া সহ প্রতিযোগিতা মূলক খেলাধুলার আয়োজন করা হয় এবং ভরপুর বিনোদনের সুযোগ দেওয়া হয়।
খেলাধুলা প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য় স্হান অর্জনকারীদের পুরস্কার বিতরণ ও করা হয়।
এই শিক্ষাসফরে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ও আকর্ষণ শিল্পী কবির বিন সামাদ। অত্র প্রতিষ্ঠানের পরিচালক মো: সাজ্জাদ আহমেদ এবং প্রধান শিক্ষক হারুন অর রশিদ, সহকারী শিক্ষক শিক্ষিকা সহ বিশেষ অভিভাবক বৃন্দ।