নজরুল ইসলাম :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরনের কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (০৩এপ্রিল) সকাল থেকে শিয়ালকোল ইউনিয়নের ৩ হাজার ৭৪ জন দরিদ্রদের মধ্যে প্রায় ২হাজারের অধিক ব্যক্তিদের আজ প্রথম দিনে ১০ কেজি করে চাউল বিতরন করা হয়।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. সেলিম রেজার সভাপতিত্বে ভিজিএফ’র (চাউল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আখতারুজ্জামান।
এছাড়া সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, ট্যাগ অফিসার, ইউপি সচিব ওমর ফারুক, , ইউপি সদস্য/,সদস্যাবৃন্দ, আওয়ামীলীগের নেতৃবন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. সেলিম রেজা বলেন, ইউনিয়নের হতদরিদ্রদের যাচাই বাচাই করে গরীব, অসহায়, কর্মহীন ও দুস্থ্যদের চিহ্নিত করে ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে। সুষ্ঠুভাবে যেন সবাই পেতে পারে তার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করেছি।