হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে সাত বছর বয়সী এক শিশুকে বলৎকারের অভিযোগে কান্দু কর্মকার (৫৫) নামে তিন সন্তানের জনককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
পরে তাকে ৫৪ ধারায় রবিবার বিকেলে আদালতে সপোর্দ করা হয়। এরআগে
শনিবার সন্ধ্যায় দেওরগাছ ইউনিয়নের চানপুর জোয়ালভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত কান্দু কর্মকারকে আটক করে ।অভিযুক্ত কান্দু কর্মকার উপজেলার দেওরগাছ ইউনিয়নের চানপুর জোয়ালভাঙ্গা এলাকার মৃত শুকরা কর্মকারের পুত্র। এলাকাবাসী জানায়, সন্ধ্যা ৭টার দিকে কান্দু কর্মকার ওই শিশুকে ফুসলিয়ে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বলৎকারের চেষ্টা করেন। এ সময় শিশুটির আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ভুক্তভোগী শিশুর মা কান্দু কর্মকারের কাছে ঘটনার সত্যতা জানতে চান। এতে কান্দু কর্মকার ক্ষিপ্ত হলে পরে এলাকাবাসী এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে ও অভিযুক্ত কান্দু কর্মকারকে আটক করে গণধোলাই দেয়। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়। এর আগেও কান্দু কর্মকার আরেক শিশুকে বলৎকারের চেষ্টা করেছে বলে জানিয়েছে স্থানীয়রা । চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বলৎকারের চেষ্টার ঘটনায় কান্দু কর্মকার নামে একজনকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে এবং ওই শিশুটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।