আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আজ ২২ নভেম্বর বুধবার বেলা ১২ টার দিকে রাজিবপুর থানার উত্তর চড় সাজাই আশ্রয় কেন্দ্র এলাকায় ৬০ জন শীতার্ত মানুষের মাঝে কভার সহ এ লেপ প্রত্যেকের হাতে হাতে তুলে দেয়া হয়। সহযোগিতায় ন্যাশনাল চর অ্যালায়েন্স ও উন্নায়ন সমন্বয় ঢাকা। আয়োজনে সেন্টার ফর সোস্যালল ডেভেল পমেন্ট কুড়িগ্রাম ( CSDK ) রৌমারী কুড়িগ্রাম।
কুড়িগ্রাম রাজিবপুরের দুর্গম চর উত্তর চর সাজাই দরিদ্র পরিবারের মাঝে লেপ বিতরণ কালে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ৩নং বন্দবেড় ইউনিয়ন শাখা সাবেক সাধারণ সম্পাদক সিএসডিকে পরিচালক আবু হানিফ, তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এবং আরও বক্তব্য রাখেন, সহকারি পরিচালক হারুন অর রশিদ (শাকিল), বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ৩নং বন্দবেড় ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক হামিদুর রহমান (হিরা), বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ ৩ নং বন্দরের ইউনিয়ন শাখা সাংগঠনিক সম্পাদক আয়নাল হক , সোহেল রানা, রিপন, সাগর সহ, আরো নেতৃবৃন্দ।