ঢাকাWednesday , 20 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • শীতের প্রভাব বিস্তার করলেও ক্রেতাশূন্য গরম কাপড়ের বাজার ! 

    দেশ চ্যানেল
    November 20, 2024 10:41 am
    Link Copied!

    বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

    শীতের মৌসুম শুরু হলেও শুরু হয়নি গরম কাপড়ের বেচা বিক্রি বিলাসবহুল মার্কেট শপিং মল থেকে শুরু করে ফুটপাত সাথে ভ্রাম্যমান ভ্যান গাড়ির ফেরিওয়ালা বিক্রেতারা সবাই হতাশাগ্রস্থ।বিক্রেতাদের অভিযোগ অন্যান্য বছর অক্টোবরের শেষ নভেম্বরের শুরু থেকে শুরু হয় শীতের কাপড়ের বেচা বিক্রি শীত মৌসুমকে লক্ষ্য করে মার্কেট শপিংমল ফুটপাতে ক্রেতাদের থাকে উপচে পড়া ভিড় পাল্লা দিয়ে প্রকারভেদে মার্কেট শপিং মল ফুটপাত থেকে ক্রেতাদের কেনাকাটা করতে দেখা গেলেও এবছর তার ভিন্ন চিত্র । পরিবারের ছোট বড় সকলের জন্য গরম কাপড় সাথে কম্বল, লেপ, তোষক, শাল চাদর, কনফোর্ট, কার্ডিগান প্রয়োজন থাকলেও আজ নভেম্বরের ২০ তারিখ অর্থাৎ মাসের শেষ হতে যাচ্ছে তবুও একেবারে ক্রেতা শূন্যের শীতের বাজার। ফলে গল্প গুজব করে অলস সময় পার করছে দোকানিরা। অভিযোগসূত্রে খুলনা নগরীর বেশ কিছু মার্কেট ঘুরে দেখা গেছে ব্যবসায়ীদের অভিযোগের বাস্তব চিত্র। বর্তমান খুলনা নগরীর বিলাসবহুল রেডিমেড পোশাকের জন্যখ্যাত শিববাড়ি থেকে সোনাডাঙ্গা পর্যন্ত নিউমার্কেট ও আশপাশের বেশ কিছু শপিংমল গড়ে উঠেছে যেখানে নামিদামি ও মধ্যবিত্ত ক্রেতারা মৌসুম অনুযায়ী কেনাকাটা করার জন্য ভিড় জমায়, সাথে নিক্সন মার্কেট, রেলওয়ে বিপানী বিতান, খুলনা শপিং কমপ্লেক্স, জলিল টাওয়ার, আক্তার চেম্বার ও এমন শ্রেণীর বেশকিছু মার্কেট একেবারে ক্রেতাবিহীন শুনশান নিরবতার যেন জনশূন্য পরিবেশ। অথচ ব্যবসায়ীরা পর্যাপ্ত মৌসুমের পোশাকের পসরা সাজিয়ে বসে গল্প করছে অথচ ক্রেতা নেই। দিন গেলে প্রতিটি দোকানের বিদ্যুৎ বিল কর্মচারী দোকান ভাড়া সহ বিভিন্ন খরচের যে চাপ রয়েছে সেই পরিমাণে লাভ তো দূরের কথা আসল টাকায় বিক্রি করা সম্ভব হচ্ছে না। এসব কথা দেশ চ্যানেলকে জানিয়েছে খুলনা শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী আলফাজ উদ্দিন। তিনি আরো বলেন আমরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রকারের নজর কারা আকর্ষণীয় ডিজাইনের মালামাল আমদানি করে দোকান সাজিয়েছি শুধু শীতের দুই তিন মাস ব্যবসা করে কিছু লাভের প্রত্যাশায় কারণ শীতের মৌসুম হচ্ছে ব্যবসায়ীদের জন্য প্রধান ব্যবসার মৌসুম হিসেবে ধরা হয় অথচ মার্কেট এবং রোডঘাট ঘুরে দেখেন কোথাও কোন ক্রেতা সন্ধান পাবেন না, আজ সকাল দশটায় দোকান খুলেছি এখন তিনটা বাজে বিসমিল্লাহ করতে পারিনি অন্যান্য বছর সকাল থেকে এই সময় পর্যন্ত প্রায় ২০-২৫ হাজার টাকার শীতের গরম কাপড় বিক্রি করে ক্যাশ আমদানি করতে সক্ষম হলেও সেই তুলনায় এ বছর একদম শূন্যর কোঠায় বিক্রি। একই সাথে নগরীর ডাক বাংলা থেকে শুরু করে ফেরিঘাট পর্যন্ত ফুটপাত জুড়ে কয়েক শত দোকানীরা বিদেশ থেকে আসা বেল ভাঙ্গা পুরাতন জ্যাকেট, সোয়েটার, হুডি, গেঞ্জি,ট্রাউজার, কম্বল সহ বিভিন্ন প্রকার শীতের পোশাক অল্প দামে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সকল শ্রেণীর ক্রেতাদের সাধ্য নাগালের সুবিধায় মৌসুমকে লক্ষ্য রেখে ছোট ছোট সমিতি থেকে কিস্তি তুলে মহাজনি ঋণ করে মাল নিয়ে এখানে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত রমরমা আয়োজনে বেচা বিক্রিও হয় নজরে পড়ার মতো। কিন্তু এবছর সকালে দোকান খুলে বিকাল পর্যন্ত বিসমিল্লা বাট্রা করতেই কষ্ট হচ্ছে। মহাজনরা মাল দিয়ে সন্ধ্যায় তাগাদা নিতে আসলে তাদের টাকা দিতে পারছিনা ফলে মহাজনরা মাল ফেরত নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে ফলে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সবকিছুর অন্তরালে রয়েছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মূল কারণ। সাধারণ মানুষদের শীতের থেকে ও পেট বাঁচানো বড় দায় হয়ে পড়েছে, মানুষের উপার্জন বাড়েনি অথচ খরচ বেড়েছে দ্বিগুণ

    হীমসিম খেতে হচ্ছে সংসার চালাতে।

    একই সাথে প্রকৃতির আবহাওয়া ও খেলছে লুকোচুরি কখনো শীত কখনও গরম দিনের গরম রাতে শীত আবহাওয়ার এই তালমাতাল আচরণের কারণে পর্যাপ্ত মাল আমদানি করে ব্যবসা নিয়ে পড়েছি দুশ্চিন্তাও দোদুল্যমান অবস্থার মধ্য। এদিকে খুলনা নেক্সন মার্কেটে শীতের পোশাক কিনতে আসা ক্রেতা সামাদ মিয়া বলেন প্রতিবছর শীত আসলে তো পরিবারের ছোট বড় সকল সদস্যদের জন্য গরম পোশাকের প্রয়োজন অবশ্যই হয় তবে এ বছর দেখেন জিনিসপত্রের যে হারে দাম বেড়েছে তাতে সংসারের খাদ্য খাবারের যোগান দিব না শীতের পোশাক কিনব, তারপরেও বাধ্য হয়ে বাজারে এসেছি অল্প কিছু কাপড়চোপড় কেনার জন্য তবে বিদেশ থেকে যদি পুরনো গাট্টার পোশাক আমাদের বাংলাদেশে না আসতো তাহলে আমাদের মতন মধ্যবিত্ত দরিদ্র পরিবারের মানুষদের শীতের পোশাক ব্যবহার করাটাই অসাধ্যকর হয়ে উঠতো তিনি আরো বলেন সংসারের অসচ্ছলতা রেখে এলাক পোশাকের বিলাসিতা আসেনা তারপরেও শীত নিবারণ করার জন্য শীতের পোশাকের বাজারে আসা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST