মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
ষড়ঋতুর বাংলায় বর্ষাকালকে বিদায় জানাতে শুভ্রতার প্রতীক হয়ে ফিরে আসে শরৎকাল। শরৎ এলে বাংলার প্রকৃতি কাশফুলের সাদা সবুজের সৌন্দর্যে উদ্ভাসিত হয়। বাংঙালীর হ্নদয়ে আনন্দের আসা জাগে। শিশিরভেজা মাঠজুড়ে সবুজ ঘাস,নীলআকাশ ও সাদা কাশফুল শিহরণ জাগায় হ্নদয়ে। তেমনি সৌন্দর্যের এক নীলাভুমি হয়ে উঠেছে, মাদারীপুর জেলার নবগঠিত ডাসার উপজেলার হেলিপোর্ট ও ডি.কে.আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজ সংলগ্ন বালুর মাঠ এখন দোদুল্যমান সাদা কাশফুলের সমাহার। কাশফুলের মৌ মৌ গন্ধে মুখরিত পুরো মাঠ। কাশফুলের শুভ্রতায় মুগ্ধ প্রকৃতি প্রেমীরা।
প্রতিদিন ডাসার উপজেলা সহ পাশ্ববর্তী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ছুটে আসেন একটু প্রশান্তির আসায় কাশফুলের রাজ্যে।
বিকেল গড়াতেই এখানে দেখা যায় দলবেঁধে তরুণ তরুণীরা আপন মনে ঘুরে বেড়াচ্ছেন। কেউবা আপন মনে গান গেয়ে, কেউবা কবিতা পড়ে, কেউবা ভিডিও কিংবা সেলফি তুলে মজা করতে করতে সময় করছেন পার।