মোঃ নূরুল ইসলাম, দৌলতপুর, মানিকগঞ্জ, প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে পালিত হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ৫ আগষ্ট সকাল ৯টার শেখ কামালের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর ও সংগঠন নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমানের (অ:দা:)সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম রাজা। এসময় আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: একেএম আজিজুল হক,ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন আবুল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুস,ওসি তদন্ত রনজিৎ শাহা,ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম,কৃষি অফিসার মোঃ রেজাউল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইমদাদুল হক,শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর ফিরোজ,সমবায় অফিসার মোঃ মাকসুদ হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোহাম্মদ নূরুল ইসলাম রাজা বলেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রদর্শিত পথ, আদর্শ, দিকনির্দেশনা আমাদের জন্য অনুকরণীয় মডেল। ছাত্র হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। পড়াশোনার পাশাপাশি তিনি মনেপ্রাণে দেশীয় সংস্কৃতি লালন এবং চর্চা করতেন। খেলাধুলা, সংগীত, অভিনয়, বিতর্ক, উপস্থিত বক্তৃতা ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই তাঁর অবদান ছিল অনস্বীকার্য। শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গৃহীত সব অনুষ্ঠানের সফলতা কামনা করেন তিনি।
এসময় বক্ত্যরা আরও বলেন আজ শনিবার (৫ আগস্ট)। ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে পিতা বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন সম্ভাবনাময় এই তরুণ নেতা। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। আলোচনা সভা শেষে স্কুল গ্রামী ছাত্র ছাত্রীদের মাঝে রচনা প্রতিযোগিতা,চিত্রংকন সহ বিভিন্ন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতারন করা হয়।