ঢাকাWednesday , 7 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে মাছের খাদ্যসহ চুরি হওয়া ট্রাক উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের ৭ সদস্য গ্রেপ্তার।

Link Copied!

আব্দুল গাফফার শেরপুর(বগুড়া)প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে মাছের খাদ্য বোঝাই চুরি হওয়া একটি ট্রাকসহ ১৩ লাখ ৩৬ হাজার টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া শেরপুর উপজেলার আব্দুস সাত্তারের ছেলে হাশেম আলী ওরফে বাবু, একই উপজেলার মৃত ইদ্রিস আলীর ছেলে আবু বক্কার সিদ্দিক, শাহজামাল মণ্ডলের ছেলে ফারুক, বগুড়া সদর উপজেলার বেলাল হোসেন সিরাজগঞ্জ সলঙ্গার রফিকুল ইসলাম রায়হান, রাজশাহীর চারঘাট উপজেলার মোমিন এবং সিরাজগঞ্জ সলঙ্গার ধোপাকান্দির নূর ইসলাম। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, শেরপুর উপজেলার চকপোতা গ্রামের সাদেকুল ইসলাম সাদেক নামের এক ব্যক্তি এবং একই উপজেলার আব্দুস সাত্তারের ছেলে হাশেম আলী ওরফে বাবু যৌথভাবে একটি ট্রাক কিনেন (রেজি নং: ঢাকা মেট্রো-ট-১৬-৬২২৬)। হাশেম আলী ট্রাকটির চালক ছিলেন এবং আবু বক্কার সিদ্দিক হেলপার হিসেবে দায়িত্ব পালন করতেন।

গত ২৯ এপ্রিল সকাল ৬টার দিকে বগুড়ার নন্দীগ্রামের কাথম কোয়ালিটি ফিড মিল থেকে মাছের খাদ্য বোঝাই করে ট্রাকটি শেরপুরের ধুনট মোড় এলাকায় আসে। এরপর চালক হাশেম আলী ও হেলপার সিদ্দিক মিলে পরিকল্পিতভাবে ট্রাকসহ খাদ্য চুরি করে।

ঘটনার পর ১ মে শেরপুর থানায় সাদেকুল ইসলাম মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে একের পর এক অভিযান পরিচালনা করা হয়।

৩ মে বগুড়া শেরপুর থেকে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— হাশেম আলী ওরফে বাবু, আবু বক্কার সিদ্দিক এবং ফারুক।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নওগাঁর আত্রাই উপজেলার বারবিঘা গ্রামে এক অভিযান চালিয়ে চুরি যাওয়া ট্রাকটি উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে সকালে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া থেকে বেলাল হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। বেলালের তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে গ্রেপ্তার করা হয় রফিকুল ইসলাম রায়হানকে। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজশাহীর চারঘাট থানার হলিদাগাছি গ্রাম থেকে ৫২৫ বস্তা মাছের খাদ্য উদ্ধার করা হয়।

একই দিন দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের একটি দোকান থেকে আরও ১৫৪ বস্তা মাছের খাদ্য উদ্ধার করা হয় এবং সেখান থেকে মোমিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটানো এই চুরির ঘটনায় আন্তঃজেলা চক্র জড়িত ছিল। আমরা দ্রুততম সময়ের মধ্যে ট্রাক ও মালামাল উদ্ধার করেছি এবং পুরো চক্রটিকে ধরতে সক্ষম হয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST