আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধিঃ
বেড়া পৌরসভার দ্বি বার্ষিক শ্রমিক সম্মেলনে উপজেলা সভাপতি আবুজর গিফারীর সভাপতিত্বে সেক্রেটারি আব্দুল হান্নানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোঃ দেলোয়ার হোসেন বলেন, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করতে হবে। তিনি আরো বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান সহ সমাজের সকল ক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারলেই কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আতাউর রহমান বলেন, শ্রমিকদের নিজ কর্মস্থলে দক্ষতা যোগ্যতায় অনন্য হতে হবে। কর্মস্থলে কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
সভাপতি বক্তব্যে আবুজর গিফারী বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের শ্রমিকদের গুরুত্ব অপরিসীম। শ্রমিক আন্দোলনের মাধ্যমে সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আরো বলেন জাতির ক্লান্তিকালে শ্রমিকদের ব্যাপক ভূমিকা পালন করতে হবে। সম্মেলন শেষে নির্বাচনের মাধ্যমে মোঃ নুরুন্নবী কে সভাপতি ও শহিদুল ইসলাম কে সেক্রেটারি করে ৩৫ সদস্য বিশিষ্ট পৌরসভা কমিটি ঘোষণা করেন সংগঠনের নির্বাচন কমিশন।
সম্মেলনে পৌরসভার নতুন সভাপতিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলার সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। এরপর সব নির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের শপথ বাক্য পাঠ করান বেড়া উপজেলা সভাপতি আবুজর গিফারী।
অনুষ্ঠানে উপজেলা নেতৃবৃন্দ ও পৌরসভার বিভিন্ন শ্রমিক নেতা ও কর্মীদের শত স্পুর্ত উপস্থিতি সম্মিলনকে প্রাণবন্ত করে তোলে।