ঢাকাSunday , 2 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তিরোধান উৎসব শুরু।

    Link Copied!

    মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

    নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বারদীতে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তিরোধান উৎসব।উপজেলার বারদীতে অবস্থিত হিন্দুদের তীর্থস্থান লোকনাথ আশ্রমে হিন্দু লাখো ভক্তের সমাগম আর ব্যপক আয়োজনের মধ্য দিয়ে মানবহিতৈষীখ্যাত মহাযোগী পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর এই তিরোধান উৎসব পালন করা হচ্ছে।তিরোধান উৎসবের মূল অনুষ্ঠান রবিবার হলেও কয়েকদিন পূর্ব হতেই পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল,ভুটান,ভারতসহ বিভিন্ন দেশ ও বাংলাদেশের বিভিন্ন এলাকা হতে আশ্রমে সমবেত হয়ে,হিন্দু ধর্মাবলম্বী লোকনাথ ভক্তরা করছেন সকাল-সন্ধ্যা আরাধনা।তিরোধান উৎসবকে কেন্দ্র করে আশ্রম এলাকায় বসেছে সপ্তাহব্যাপী লোকজ উৎসব।এই উৎসবকে কেন্দ্র করে বারদী আশ্রম এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম কর্তৃপক্ষ ও লোকনাথ ভক্তরা বলেন-মানবতাই মানুষের শ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মকে ব্রহ্মচারী নিজ বুকে লালন করে তার জন্মস্থান ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমনের পর দীর্ঘ ২৬ বছর বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁয়ের বারদীতে অবস্থানের করে ১৫০ বছর বয়সে ১৯ শে জ্যৈষ্ঠ এই মহা সাধক দেহ ত্যাগ করেন।সেই থেকে প্রতি বছর ১৯ শে জ্যৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব পালিত হয়ে আসছে।উপ মহাদেশের বিভিন স্থান থেকে ব্রহ্মচারীর ভক্তরা আসেন প্রণাম জানাতে। “ওঁ নমোঃ ভগবতে লোকনাথায় নমোঃবলে লোকনাথ ব্রহ্মচারীকে ভক্তি জানায় আগত ভক্তগণ।এই মহা সাধকের আশ্রমের জন্যই বারদী এখন মঙ্গলালোকে আলোকিত একটি গ্রাম।ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানান বয়সী হিন্দু ধর্মাবলম্বী মানুষের পাশাপাশি নেপাল,ভারত,ভুটানসহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক লোকনাথ ভক্ত বারদী আশ্রমে সমবেত হয়েছেন।দুর দুরান্ত থেকে আগতরা থাকছেন আশ্রমের বিশ্রামাগারগুলোতে।তিরোধান উৎসব উপলক্ষে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কর্তৃপক্ষ আয়োজন করেছে তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার।এতে রয়েছে প্রভাত গীতাপাঠ,কীর্তন লোকনাথ ব্রহ্মচারীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা,রাজভোগ,বাল্যবুক বিতরণ,ভক্তিমূলক গান, সন্ধ্যা আরতি,জল প্রসাদ,ফল প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান।দেশচ্যানেল সরেজমিনে গিয়ে দেখেন-উৎসব উপলক্ষে আগত হিন্দু ধর্মাবলম্বী লোকনাথ ভক্তরা সকাল সন্ধ্যা আরাধনা করছেন মনোস্কামনা পূরণের আশায়।আশ্রম ও এর আশপাশের এলাকা সাজানো হয়েছে লাল নীল বর্ণিল সাজে।আশ্রমের প্রধান ফটক ও যাত্রী নিবাসের ভবনগুলোতে নানা রকম আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে।এই তিরোধান উৎসব উপলক্ষে আশ্রমের বাইরের মাঠে বসেছে সপ্তাহকালব্যপী গ্রামীন লোকজ মেলা। মেলায় বাঁশ,কাঁঠ,বেত,লৌহজাত পন্য,বাচ্চাদের পণ্য,কসমেটিক্স ও খেলাধুলার সামগ্রীসহ হরেক প্রকারের পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন দোকানীরা।তাছাড়াও উৎসবে আগতদের জন্য বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা,বাচ্চাদের দুধ বিতরণ,মিষ্টি,বাতাসা,চিড়ামুড়ি,পানি ও শরববত বিতরণের ব্যবস্থা নিয়েছে শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘ,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ,সীতা রাম সংঘ,শারদাঞ্জলি ফোরাম বাংলাদেশসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।এদিকে নিরাপত্তার স্বার্থে আশ্রমের পুরো এলাকায় স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট(সিসি)ক্যামেরা।উৎসবে আগতদের যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে, নিরাপত্তা দিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন- সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ।তিরোধান উৎসবে পুলিশ,আনসারের পাশাপাশি আরো অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST