নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:
এ বছরের জুলাই মাসে রাজশাহী রেঞ্জে ৮টি জেলার মধ্যে সিরাজগঞ্জ জেলার সন্ত্রাস ও অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিস্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানে বিপুল ব্যবধানে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।
গত১৭আগস্ট (বৃহস্পতিবার) সকালে সিরাজগঞ্জ জেলা পুলিশের এক লিখিত বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ১৭ আগস্ট ২০২৩ খ্রিঃ সকাল ১০:৩০ টায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর পদ্মা কনফারেন্স রুমে জুলাই-২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আনিসুর রহমান বিপিএম, পিপিএম (বার)।
সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম, পিপিএম (বার) জানান, জনবান্ধব পুলিশী ব্যবস্থা প্রবর্তনপূর্বক অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ সিরাজগঞ্জ বিনির্মাণে জেলা পুলিশ, সিরাজগঞ্জ’র গর্বিত সদস্যগণ অঙ্গীকার ও দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ
উল্লেখ, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম, পিপিএম (বার) দায়িত্বভার গ্রহণের পর ১১ মাসে ০৬ বার জেলা পুলিশ শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                