ঢাকাSunday , 5 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সংস্কারের নামে কালক্ষেপণ করে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে – এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

    দেশ চ্যানেল
    January 5, 2025 5:06 am
    Link Copied!

    জেলা প্রতিনিধি:নড়াইল

    নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি’র) কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার আমাদা আদর্শ কলেজ মিলনায়তনে লক্ষ্মীপাশা ইউনিয়ন এনপিপির উদ্যোগে লক্ষ্মীপাশা ইউনিয়ন এনপিপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

    লক্ষ্মীপাশা ইউনিয়ন এনপিপির সভাপতি মো. জহির আহম্মদ ফকিরের সভাপতিত্বে ও এনপিপির লোহাগড়া উপজেলার সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলামের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা এনপিপির সভাপতি মোঃ শরীফ মনির হোসেন, স্বাগত বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান।

    এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ বেলাল হোসেন, এনপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী শওকত আলী, লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি মোঃ হাফিজুর রহমান, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আল ফয়সাল খান, প্রভাষক রূপক মুখার্জি, সামাজিক ব্যক্তিত্ব মোঃ কাশেম খান, এনপিপি নেতা মোঃ ফিরোজ মোল্যা, কাজী জিয়াউর রহমান লোটাস প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে ড. ফরহাদ বলেন, দেশের মানুষ ভাল নাই দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্ব গতিতে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দেশের আইন শৃঙ্খলা ভাল নাই।

    মানুষের ভোটের অধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল। ২০১৮ সালে নড়াইল -২ আসনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। ওই নির্বাচনে তিনি নিজের ভোট নিজে দিতে পারেননি বলে তিনি উল্লেখ করেন। মানুষ আজ ভোটাধিকার ফিরে পেতে চাই। নিজের ভোট নিজে দিতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে সময়ক্ষেপন করে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন। দেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার সহসাই নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার উপহার দিবে এ প্রত্যাশা দেশের মানুষের। এবং নির্বাচিত সরকার এসেই দেশে গৃহীত হওয়া সংস্কার সমূহ বাস্তবায়ন করবেন। তিনি আরও বলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়া যাবে না। অবশেষে তিনি বলেন বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন করবো। আমাকে বাদে অন্য কাউকেও মনোনয়ন দিলে আমি সবাইকে নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করবো। এসময় অনুষ্ঠিতব্য আমাদা আদর্শ কলেজকে এমপিওভুক্ত করণে উপস্থিত সবাইকে আশ্বাস প্রদান করেন।।

    কর্মী সম্মেলন শেষে প্রধান অতিথি ড. ফরিদুজ্জামান ফরহাদ- মো: জহির আহম্মদ ফকিরকে সভাপতি, মো: জোবায়ের শেখকে সাধারণ সম্পাদক এবং শেখ জিন্নাতকে সাংগঠনিক সম্পাদক করে এনপিপির লক্ষ্মীপাশা ইউনিয়ন এনপিপির কমিটি ঘোষণা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST