মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুরের ছাগলছিরা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে একই পরিবারের চারজনের বাড়ি মাদারীপুরের ডাসার গোপালপুর ইউনিয়নের কাজীবাড়ি।
আহত তিনজনও একই পরিবারেরই সদস্য।
আজ বুধবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করেন।
জানা যায়, ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে আসার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর এলাকার ছাগলছিরা নামক স্থানে আসলে ঢাকাগামী একটি গ্লোবাল পরিবহনের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনা স্থানে মাইক্রোবাসের ড্রাইভার আলমগীর হোসেন সহ ঘটনা স্থানে ৫ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে একই পরিবারের ৪ জন। তারা হলেন- সালমা জামান, নাসিমা বেগম,আসমা বেগম ও কমলা বেগম। এসময় গুরুত্বর আহত হন কাজী হুমাউন কবির,কাজী খায়রুল আলম তাসলিম ও নাজমা বেগম। আহতদের উদ্ধার করে ঢাকা আয়সা মেমোরিয়াল হসপিটাল ও ইবনসিনা হাসপাতালে ভর্তি করা হয়। তারাও নিহত চারজনের পরিবারের সদস্য।
হাইওয়ে পুলিশ উদ্ধার করেন এবং নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                