ঢাকাSaturday , 23 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সময় টিভির সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে তজুমদ্দিনে মানববন্ধন। 

দেশ চ্যানেল
August 23, 2025 2:41 pm
Link Copied!

সুলাইমান পোদ্দার , তজুমদ্দিন প্রতিনিধি।

ভোলার দৌলতখান উপজেলায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সময় টিভির স্টাফ রিপোর্টার মোঃ নাছির উদ্দীন লিটন ও ক্যামেরাপার্সন উৎপল দেবনাথের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের ৃপ্রতিনিধিগন। শনিবার (২৩ আগস্ট) বিকাল ৫ ঘটিকায় তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে ‘সাংবাদিক নির্যাতনের বিচার চাই’,মুক্ত গণমাধ্যম চর্চার সুযোগ চাই’, ‘সত্য বলা কি অপরাধ? তাহলে সংবাদ মাধ্যম কেন, এসব দাবী নিয়ে রাস্তায় দাঁড়াবে।

মানববন্ধনে সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিপন বলেন, সাংবাদিক নাছির উদ্দীন লিটন ও উৎপল দেবনাথের ওপর হামলায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা সুনিশ্চিত করার দাবি জানাচ্ছি । কিছুদিন আগে সাংবাদিক তুহিন হত্যা এখন নাছির উদ্দীন লিটনের উপর হামলা একের পর এক সাংবাদিকের উপর হামলা বেড়েই চলেছে। এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর এক নির্মম ও বর্বর আঘাত। সাংবাদিককে তথ্য সংগ্রহ করার সময় হামলার ঘটনা একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে কল্পনাও করা যায় না।

সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সুলাইমান পোদ্দার বলেন ‘সাংবাদিকরা দুর্নীতি বা চাঁদাবাজির নিউজ করলেই মারধর, জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়।’ অতিদ্রুত সময়ের মধ্যে সাংবাদিক নাছির লিটনের উপর হামলার সঙ্গে জড়িতদের সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম বলেন তথ্য সংগ্রহ করার সময় বারবার সাংবাদিকদের উপর হামলা ঘটনায় আমি নির্বাক।এটা এই সরকার ও প্রশাসনের দুর্বলতার জানান দেয়।দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠা করা না গেলে আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র কিছুই থাকবে না।’

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের,সহ- সাংগঠনিক সম্পাদক নাইম, ক্রিয়া সম্পাদক রাকিবুল ইসলাম,সদস্য মেহেদী হাসান পাটোয়ারী,জোবায়ের, নুরুন্নবী রাসেল, মমিন।

সাউথ নিউজ বিডির সম্পাদক মাহমুদ হোসেন, সাউথ নিউজ বিডি ক্যামেরাপার্সন সাব্বির হোসেন সহ বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এ সময় সাংবাদিকদের সাথে সাধারণ জনগণ একতম পোষণ করেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST