জেলা প্রতিনিধি নড়াইল
সময় টিভির নড়াইল জেলা প্রতিনিধি সজিবুর রহমান সজিবের ওপর দুর্বৃত্তরা নৃশংস ভাবে কুপিয়ে আহত করার প্রতিবাদে লোহাগড়া উপজেলা সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বুধবার (১ লা জানুয়ারি ২০২৫ ) সকালে লোহাগড়া উপজেলা চত্বরে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক সজিবুর রহমানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান। তারা বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।”
সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের কাজ করতে গিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকির সম্মুখীন হচ্ছে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সাংবাদিক সজিবুর রহমান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রুপক মুখার্জি, জহির ঠাকুর, শাজাহান সাজু,সরদার রইচ উদ্দিন টিপু, খায়রুল ইসলাম, বিপ্লব রহমান,মনির খান,রাশেদ রাসু,ইমরান কাজি,আজিজুর রহমান প্রমুখ।
মানববন্ধনে আরও জানানো হয়, যদি দোষীদের দ্রুত গ্রেপ্তার করা না হয়, তবে কঠোর কর্মসূচি দেওয়া হবে।