আবুজর গিফারী, উপজেলা প্রতিনিধিঃ
আজকের তরুণরাই যোগ্যতা অর্জনের মাধ্যমে আগামী দিনে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে। বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম এ কথা বলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা), বেড়া, এ.কে.এম শামসুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোরশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, বেড়া, পাবনা। এসময় আরো উপস্থিত ছিলেন, বেড়া শিক্ষা অফিসের কর্মকর্তারা।
প্রধান অতিথির মোঃ মোরশেদুল ইসলাম ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য বলেন, আজকের তরুণরাই যোগ্যতা অর্জনের মাধ্যমে আগামী দিনে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে। নিজের ভিতরে ইচ্ছা শক্তি থাকলে যেকোনো জায়গায় সফল হওয়া সম্ভব। লক্ষ্য স্থির করে সে অনুযায়ী দৃঢ় মনোবল নিয়ে চেষ্টা করে যেতে হবে তাহলে যেকোনো কাঙ্ক্ষিত লক্ষ্যেই পৌঁছানো সম্ভব। আর্থিক অস্বচ্ছলতা বড় বাঁধা না। বড় বাঁধা হচ্ছে নিজের সঠিক লক্ষ্য স্থির করে অনুযায়ী কাজের পেরেশানির অভাব। অনেকেই টিউশনি করে বা পার্টটাইম জব করে লেখাপড়া কর। সরকার মেধাবীদের বিভিন্ন ভাবে সাপোর্ট করার প্রচেষ্টা করে যাচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণপ্রজা পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, বেড়া এবং জেলা শিক্ষা অফিস, পাবনা এর আয়োজনে বুধবার, ১৬ জুলাই, উপজেলা পরিষদ সভা কক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।