ঢাকাTuesday , 5 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

সরিষাবাড়ীতে এলজিইডি’ র ব্রীজ মূমূর্ষ্য রোগী মৃত্যু রোধে সহায়ক

দেশ চ্যানেল
September 5, 2023 2:48 pm
Link Copied!

মতিউর রহমান,সরিষাবাড়ী( জামালপুর)

জামালপুরের সরিষাবাড়ীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় যোগাযোগ বান্ধব শেখ হাসিনা সরকারের অবদান দাসের বাড়ী- চর সরিষাবাড়ী রাস্তার যমুনা শাখা নদীর উপর নির্মিত ৯৬ মিটার দৈর্ঘ্য গার্ডার ব্রীজটি মূমূর্ষ্য- ডেলীভারী রোগীর সহায়ক। অবহেলিত চরাঞ্চল বেষ্টিত সাতপোয়া ইউনিয়নের ২০ টি গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ ও পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার পূর্বাংশের হাজারো মানুষ এ ব্রীজের সুফল ভোগ করছে বলে জানা যায়।
সরিষাবাড়ী উপজেলা এলজিইডি অফিস ও স্থানীয় সূত্রে প্রকাশ,দাসের বাড়ী,চর সরিষাবাড়ী,ব্রাক্ষনজানি,টাকুরিয়া,ছালালের চর,কুমারিয়াবাড়ীসহ অন্তত ২০টি গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ এবং সিরাজগঞ্জ জেলার পূর্বাংশের শালগ্রাম মাজনাবাড়ী,পশ্চিম কুমারিয়া বাড়ী বড় আদ্রাসহ অন্তত ১০ গ্রামের হাজারো মানুষ ওই রাস্তায় বহু কষ্টে যাতায়াত করতো। সাংসদ ডাঃ মুরাদ হাসানের উদ্যোগ ও এলজিইডি বিভাগের প্রচেষ্টায় অবশেষে ৭ কোটি ৩২ লক্ষ ৩৮ হাজার ৭৭৯.৩৯ টাকা ব্যয়ে ২০২১-২২ ইং অর্থ বছরে নির্মিত হয় দাসের বাড়ী- চর সরিষাবাড়ী গার্ডার ব্রীজ।যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ৮ কোটি ৩৮ হাজার ৯১৮.১৪ টাকা। নাটোরের বরগাছা হাবিবুল বাশার এবং লাভনী এন্টারপ্রাইজ (জেভী) ঠিকাদারী প্রতিষ্ঠান ০৭-০৬-২০২০ইং তারিখে কার্যাদেশ প্রাপ্ত হয়। যার চেইন ০+৬০০মিটার, রাস্তার আইডি নং- ৩৩৯৮৫৫০১২, প্যাকেজ নংCBU 100/purta 332 এবং কাজ সমাপ্তের তারিখ ছিল ০৬-০৫-২০২২ইং। ঠিকাদারী প্রতিষ্ঠান এলজিইডি বিভাগের তীক্ষ্ণ তদারকিতে যথাযথ নিয়ম মেনে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সমাপ্ত করেছে বলে জানা যায়।
বহুল জন সমষ্টির চরাঞ্চল বেষ্টিত দাসের বাড়ী- চর সরিষাবাড়ী যমুনা শাখা নদীর উপর নির্মিত ব্রীজটি জন ও যান চলাচলের সুবিধাসহ মূমূর্ষ্য রোগী, জটিল ডেলীভারী রোগী, শিশু ও মহিলা রোগীসহ সকলের জন্য আশির্বাদ স্বরুপ। পূর্বে ওই অঞ্চলের মানুষ নৌকার খেয়া পারাপার হতো। এতে সময় ও অর্থ ব্যয়সহ চরম ভোগান্তি হতো। এ বিষয়ে চর সরিষাবাড়ী অঞ্চলের সরিষাবাড়ী অনার্স কলেজে পড়ূয়া এইচএসসি পরিক্ষার্থী সিরাজুল বলেন, ব্রীজটি আমাদের জন্য আশির্বাদ। আগে নৌকার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। অনেক মূমার্ষ্য রোগী বা ডেলীভারী রোগী যোগাযোগের অভাবে মারা যেতো। অনেক সময় সঠিক সময়ে স্কুল কলেজে যেতে পারতাম না। আমাদের লেখা পড়ায় ব্যাঘাত হতো। ব্রীজ হওয়ায় আমরা সহজেই সকল সুবিধা ভোগ করতে পারছি।ধন্যবাদ এলজিইডি বিভাগকে।ধন্যবাদ জানাই সরকারের প্রতি। ওই ব্রীজে যাতায়াতকারী অনেকেই অতিতের কষ্টের কথা তুলে ধরেন। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করেন।
সরিষাবাড়ী এলজিইডি প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, এলাকার মানুষের চাহিদা পূরণে সরকারের পক্ষে ব্রীজটির কাজ সম্পূর্ণ করতে পেরে আমি আনন্দিত। এ ব্রীজের ফলে চরাঞ্চলের হাজারো মানুষ যোগাযোগের ক্ষেত্রে উপকৃত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST