ঢাকাSunday , 7 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সাঁথিয়ায় উদ্বোধনের দিনই উঠে গেল সড়কের পিচঢালাই ডেপুটি স্পিকার ক্ষুব্ধ-ঠিকাদার পলাতক

    দেশ চ্যানেল
    April 7, 2024 2:35 pm
    Link Copied!

    সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ

    পাবনার সাঁথিয়ায় ৪ কোটি ১৫লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়ক ও সেতু নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে। নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করায় উদ্বোধনের দিনই পিচঢালাই (কার্পেটিং) উঠে যায়। রোববার (৭এপ্রিল) সাঁথিয়া উপজেলার বনগ্রাম-চিনাখড়া-ভায়া সামান্যপাড়া সড়ক ও সেতুর উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। এলাকাবাসী নির্মিত পিচঢালাই সড়ক হাত দিয়ে তুলে ডেপুটি স্পিকারকে দেখান। ডেপুটি স্পিকার উপজেলা প্রকৌশলী ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের ওপড় ক্ষুব্ধ হন। এসময় ঠিকাদারকে খোজ করলে জানা যায় সে পালিয়ে গেছেন।

     

    ক্ষেতুপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার (ভূমি) রিফাতুল হক, উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খান, ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মনসুর আলম পিনচু।

     

    জানা গেছে, স্থানীয় প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে আরডিআরআইডিপি এন্ড এসইউপিআরবি প্রকল্পের আওতায় সাঁথিয়া উপজেলার বনগ্রাম-চিনাখড়া-ভায়া সামান্যপাড়া সড়ক ও সেতুর কাজ পান ঠিকাদারী প্রতিষ্ঠান পাবনার সুজানগরের ‘মন্ডল কনস্ট্রাকশন’। ১৭শ’মিটার সড়ক ও সেতুর নির্মাণ কাজের ব্যয় বাবদ বরাদ্দ ছিল ৪ কোটি ১৫লাখ টাকা।

     

    সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি ক্ষোভ প্রকাশ করে বলেন, ঠিকাদার দেশের যেখান থেকেই আসুক কাজ বুঝে নিবেন স্থানীয় প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। শিডিউল অনুযায়ী কাজ না করলে বিল পরিশোধ না করে কাজ বুঝে নেওয়ার নির্দেশ দেন তিনি।

     

    স্থানীয় বাসিন্দা কালাম, সুমনসহ অনেকেই জানান, কাজ নিম্নমানের হওয়ায় পিচঢালাই সড়কের পাথর একাই উঠে যাচ্ছে। এ সড়ক দুই মাসও যাবেনা। তাদের অভিযোগ সাঁথিয়া উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের উপসহাকারী প্রকৌশলী মির্জা ইদ্রিস উদ্দিন আহমেদ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের যোগসাজসে এ সড়কে নিম্নানের কাজ হয়েছে। এলাকাবাসী নতুন করে সড়ক নির্মাণের দাবী জানান।

     

    সড়ক নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মন্ডল কনস্ট্রাকশন’এর স্বত্তাধিকারী রফিক মন্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

     

    নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় উদ্বোধনের দিনই পিচঢালাই উঠে যাওয়ায় ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মনসুর আলম পিনচু বলেন, সড়কের কাজ যে মানের হওয়ার কথা ছিল সে মানের হয়নি। বাচ্চাসহ সবাই হাত দিয়েই পিচঢালাই পাথর তুলে ফেলছে। পরবর্তীতে কাজ ঠিক না করে বিল না দেওয়ার দাবী জানান।

     

    নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ কাজের বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, অতিরিক্ত রোদের কারণে সড়কের পিচঢালাইকৃত পাথর উঠে যাচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST