ঢাকাWednesday , 26 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সাঁথিয়ায় কিশোরী অন্ত:সত্ত্বা প্রতিবেশী দাদা গ্রেপ্তার।

দেশ চ্যানেল
March 26, 2025 3:21 pm
Link Copied!

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ

পাবনার সাঁথিয়ায় ১৪ বছরের কিশোরী অন্ত:সত্ত্বার মামলায় ৭০ বছরের প্রতিবেশী বৃদ্ধ দাদা আছাব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার আলোকদিয়ার গ্রামে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৪ বছরের কিশোরীর বাবা একজন ঘোড়ার গাড়ী চালক, মা পরের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালান। বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী দাদা আছাব আলী(৭০) নানা প্রলোভন দিয়ে কিশোরীকে ধর্ষণ করে।

এক পর্যায়ে কিশোরীর চলাফেরা ও শরীরের অবস্হা ভাল না থাকায় গত ১৬ মার্চ পাবনার শালগাড়িয়া মহল্লায় অবস্থিত ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে কিশোরীকে ডাত্তারের কাছে নেওয়া হয়। ডাক্তার কিশোরীকে পরীক্ষা করে জানান, সে ১০ সপ্তাহ ৩ দিনের অন্ত:সত্ত্বা।

কিশোরী তার মা-বাবাকে জানায় প্রতিবেশী দাদা আছাব আলী তাকে জোড়পূর্বক ধর্ষণ করে এবং কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়।

এঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-৩৬, তারিখ-২৫ মার্চ/২০২৫ইং।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, এঘটনায় মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে বুধবার (২৬ মার্চ) দুপুরে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST