এম এ হাই,সাঁথিয়া প্রতিনিধি :
সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ এ প্রতিপাদ্যকে ধারনকরে পাবনার সাঁথিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সাঁথিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে- দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমবায় অফিসার রবিউল ইসলাম , প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ,দেশ সেরা সমবায়ী বোয়াইলমারি দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি বেলায়েত হোসেন প্রমুখ।