সাঁথিয়া(পাবনা )প্রতিনিধি:
পাবনা সাঁথিয়ায় সুজল (৩৮) নামে এক ভ্যান চালককে ভাড়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করে ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের স্বরপ নামক স্থানে পাশে পুকুর থেকে উদ্ধার করে থানা পুলিশ। নিহত সুজল (৩৮) উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের ইছাক আলী প্রামানিক এর ছেলে।
পারিবার জানায় , সুজল সম্প্রতি প্রায় ১ লক্ষ টাকা দিয়ে একটি নতুন ভ্যান ক্রয করে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) রাত দশটার দিকে মোবাইল ফোনে তাকে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে যায় কে বা কারা । পরে সুজলের ফোন বন্ধ থাকে এবং বাড়ি ফিরে না। পরের দিন শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে স্থানীয়রা একটি পুকুরে লাশ ভাসতে দেখে। বিষয়টি জানাজানি সুজলের পরিবারের সদস্যরা ঘটনা স্থলে এসে লাশ সনাক্ত করে ।
সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ট্রিপল নাইনে (৯৯৯) ফোন পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠিয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।