এম এ হাই সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া সেলন্দায় অভিযান চালিয়ে প্রায় দু’শতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং কুরিয়ার সার্ভিস ২৪ লি:এর একটি গাড়ী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ডেমড়ার সেলন্দা বাজারের দুই ব্যবসায়ীকে ১লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান অভিযান পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সাঁথিয়া উপজেলার ডেমড়ার সেলন্দা বাজারে অভিযান পরিচালনা করে ১৭০ টি নিষিদ্ধ কারেন্ট জাল এবং কুরিয়ার সার্ভিস ২৪ এর গাড়ি জব্দ করা করা হয়। এ সময়
সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের সেলন্দা বাজারে ১৭০ টি অবৈধ চায়না দুয়ারি জাল পরিবহনকালে “কুরিয়ার সার্ভিস 24 লিমিটেড” এর গাড়ী আটক করা হয় এবং দুজন জাল ব্যবসায়ীকে সর্বমোট ১ লক্ষ ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়৷ তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, গাড়ীটি ডেমরা থেকে অবৈধ জাল নিয়ে ঢাকায় যাচ্ছিল। ১৭০ টি জালের মধ্যে ৭০ টি জালের মালিক ফরিদপুর উপজেলার ডেমরার বাসিন্দা প্রশান্ত হালদারের ছেলে রিপন হলদার এবং অবশিষ্ট ১০০ টি জালের মালিক একই গ্রামের পরেশচন্দ্র হালদারের পুত্র আশুপদ হলদার। তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ জালের ব্যাবসা করে আসছে। উক্ত কারেন্টজাল পরিবহন ও বিক্রয় করার অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী আশুপদ হালদারকে ৭০ হাজার টাকা ও রিপন হালদারকে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন নাগডেমরা ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দ ও ধূলাউড়ি পুলিশ ফাড়ির পুলিশ সদস্য এবং প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা মৎস অফিসার খাদেমুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান জানান,
অভিযান শেষে আটককৃত প্রায় ৫লক্ষ টাকার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং কুরিয়ার সার্ভিসের গাড়ী জব্দ করে থানায় সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে ও মৎস্য রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।