এম এ হাই সাঁথিয়া পাবনা :
নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হােক আমাদর অঙ্গীকার’ এই
প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিবার পরিকল্পনা কার্যালয় হলরুমে সাঁথিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলাক কুমার পালের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক আলামিন হোসেন চঞ্চল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলােয়ার। বিশষ অতিথির বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন। আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা: তানজিল আরাফ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হেলাল উদ্দিন, নাগডেমরা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান,ডাঃ জানাতুল মাওয়া, ফার্মাসিস্ট রফিকুল ইসলাম, আতিকুর রহমান,আমিরুল ইসলাম প্রমুখ। পরে অতিথিবৃদ সেবা সপ্তাহের (২৫ থেকে ৩০ নভেম্বর) উদ্বোধন করেন।