সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
শেকড়ের টানে ঐক্যের বন্ধনে এসো মিলিত হই প্রিয় প্রাঙ্গণে; এই স্লোগানকে সামনে পাবনার সাঁথিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বোয়াইলমারী কামিল মাদরাসার ৮৬ বছর পূর্তি উপলক্ষ্যে সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ও স্মারক প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে বুধবার ( ০২ এপ্রিল ২০২৫) ১১ টায় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে মাদরাসা প্রাঙ্গণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হানিফার সভাপতিত্বে এবং ড.আব্দুল্লাহ ও বাচিক শিল্পী আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রতিষ্ঠানের স্মৃতিচারণ করে বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য সাবেক ছাত্ররা। এর মধ্যে উল্লেখযোগ্য ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড. আবু জাফর খাঁন, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য পাবনা ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনের সদস্য একেএম রফিকুন নবী,সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোকলেছুর রহমান,বাংলাদেশ ইউনিভার্সিটির সহযোগি অধ্যাপক ডক্টর মহিবুল্লাহ খান,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালক,ড. আসাদুজ্জামান,সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক ,বোয়ালমারী গ্রামের কৃতি সন্তান আতাউর রহমান,মাদ্রাসা বোর্ডের সাবেক রেজিস্টারার আব্দুল জব্বার,তাঁতীদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি হাজী ইউনুস আলী,ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরিচালক জিয়াউর রহমান, ও উপ-পরিচালক ড. আবু জাফর খান,সাঁথিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস ,সাঁথিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, বিএনপি নেতা ফজলুল হক,হাফেজ মাওলানা আব্দুল গফুর প্রমুখ। অনুষ্ঠানটির টেকনিক্যাল সহযোগিতায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল বারি । অনুষ্ঠানটিতে অত্র প্রতিষ্ঠানের ৬’শ সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।