ঢাকাFriday , 6 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সাঁথিয়ায় হাটে পিতা-পুত্রকে পিটিয়ে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে আলমাছ বাহিনী।

দেশ চ্যানেল
December 6, 2024 4:41 am
Link Copied!

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ

পাবনার সাঁথিয়া উপজলার কাশিনাথপুর হাটে আলমাছ বাহিনী পিতা-পুত্রকে পিটিয়ে দুই লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ (০৫ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার কাশিনাথপুর ছাগলহাটে।
জানা যায়, উপজেলার কাবারিকোলা উত্তরপাড়া গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে কাশিনাথপুর বেঙ্গলমিটে ছাগল সরবরাহকারী খোকন খান আজ বৃহস্পতিবার কাশিনাথপুর হাটে ছাগল কিনতে যান। দুপুর ২ টার দিকে কোরিয়াল গ্রামের খইমুদ্দিনের ছেলে কুখ্যাত আলমাছ হোসেনের লোকজন খোকনকে মারপিট করার চেষ্টা করে। এসময় হাট কমিটির লোকজন তাকে উদ্ধার করে তাদের হেফাজতে রাখেন।
খবর পেয়ে খোকনের পিতা আব্দুল মজিদ থানা পুলিশ নিয়ে ছেলের কাছে আসেন। কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই আতিকুর রহমান খোকনকে নিয়ে আসার সময় আলমাছ বাহিনীর লোকজন খোকন ও আব্দুল মজিদকে কিলঘুষি, লাথি মেরে বিবস্ত্র করে দুই লাখ ৫০ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরে হাট কমিটির লোকজনের সহযোগিতায় তাকে একটি সিএনজিতে করে ওখান থেকে পাঠিয়ে দেয়। আহতদেরকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভতি করা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মারপিটের খবর পেয়েছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যাবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST