সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জুয়ারুকে আটক করেছে সাঁথিয়া থানা পুলিশ। আটক কৃতরা হলাে উপজেলার কল্যানপুর গ্রামের আলহাজ্ব খাজামুদ্দিনের ছেলে আব্দুল বারেক(৪০), নুরদহ ফকিরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে ছইমুদ্দিন(২৬), হাতেম আলীর ছেলে হানিফ মােল্লা(২২), মাহমুদুল হকের ছেলে সােহেল রানা(২৫) ছালাম শেখের ছেলে মিঠু শেখ(৩২)সবুজ শিকদার, মহিদুল ইসলাম(২৫) সহরাব খানের ছেলে আবুল কালাম(৫০) হারিয়া গ্রামের আবু সাইদের ছেলে শাহ জামাল(২৮), কসমত মােল্লার ছেলে গােলাম মােস্তফা(৬৯)। বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারী)রাতে জুয়া খেলার সময় উপজেলার কল্যানপুর মাঠ থেকে তাদের আটক করা হয়।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনােয়ার হােসেন বলেন,অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। শুক্রবার(১৬ ফেব্রুয়ারি) আটক কৃতদের আদালত পাঠানাে হয়েছে।