ঢাকাFriday , 16 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

সাঁথিয়া একরাতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

দেশ চ্যানেল
February 16, 2024 2:17 pm
Link Copied!

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ

ঔপাবনার সাঁথিয়া পৌর সদরে অবস্থিত সাঁথিয়া সরকারি কলেজসহ দুটি শিক্ষা প্রতিষ্ঠানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চােররা ওয়াশরুমের গ্রীল কেটে ভিতরে ঢুকে ও অফিস সহকারির কক্ষের তালা ভেঙ্গে টেবিলের ড্রয়ারে রাখা প্রায় ৭ হাজার নগদ টাকা নিয়ে যায়। একইভাবে অধ্যক্ষর কক্ষসহ চারটি কক্ষের তালা ভেঙ্গেভিতরে প্রবশ করে কয়েকটি আলমারিভেঙ্গে নথিপত্র তছনছ করে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) ভাের রাত এ চুরির ঘটনা ঘটছে। অপরদিক একই রাত পার্শ্ববর্তী হলিক্রিসেন্ট স্কুল এন্ড কলেজে চােররা একটি কক্ষের তালা ভেঙ্গে নগদ ২১হাজার টাকা নিয়েগেছে।

সাঁথিয়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঐ দিন রাত কলজের নৈশপ্রহরী আব্দুল জলিল অসুস্থ্য থাকায় রাতে বাড়িতে ছিল। বিষয়টি জানতে পেয়ে সংঘবদ্ধ চােররা এ সুযাগে ওয়াশ ব্লকের গ্রীল কেটভিতরে ঢুকে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অফিস কক্ষের তালা ভেঙ্গে বেশ কয়কটি আলমারির নথিপত্র তছনছ করে এবং প্রায় ৭ হাজার টাকা নিয়ে যায়। তবে জরুরী কাগজপত্র খােয়া গেছে কিনা দেখতে হবে। এলাকার চিহ্নিত সংঘবদ্ধ চােররা এ ঘটনা ঘটি য়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় সাঁথিয়া থানায় অভিযাগ দায়ের করা হয়েছে।

হলিক্রিসটি স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ও সার্বিক তত্ত্বাবধায়ক এবং বােয়াইলমারী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক জয়নুল আবদীন রানা জানান, আমার প্রতিষ্ঠানে থেকে চােররা বই বিক্রির গচ্ছিত নগদ ২১ হাজার টাকা নিয়েগেছে এবং এ সময় নথিপত্র তছনছ করে।

এ ঘটনায় সাঁথিয়া উপজলা পরিষদর চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলােয়ার ও পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনায়ার হােসন বলেন, চুরির ঘটনা জানার পর ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছিলাম। ওই প্রতিষ্ঠান ল্যাপটপ কম্পিউটার অনক কিছু ছিল কিন্তু কিছুই নেয়নি। বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। এ বিষয় লিখিত অভিযাগ পেয়ছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST