ঢাকাTuesday , 13 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ।

দেশ চ্যানেল
May 13, 2025 12:04 pm
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ জেলার ৭১” টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সাংবাদিক রিয়াজ হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাদদদদ।মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এসময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন,আড়াইহাজার থানা প্রেসক্লাব,আড়াইহাজার রিপোর্টাস ক্লাবের সাংবাদিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসী বাধন মোল্লা,ফারুক মোল্লা,ইমন মোল্লা,সুমন মোল্লা,ফাহিম মোল্লা,কাজলসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।তারা বলেন-সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।সাংবাদিক রিয়াজ হোসেনের উপর ন্যাক্কারজনক হামলা প্রমাণ করে, কুচক্রি মহল সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাধা সৃষ্টি করতে চায়।২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে উপস্থিত সাংবাদিকরা বলেন-হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে,তা না হলে সাংবাদিক সমাজ আরো কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।ঘটনার বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের আশ্বাস দিয়ে বলেন-সাংবাদিক রিয়াদ হোসেনের উপর হামলার জন্য আমরা দুঃখিত।তবে আমি কথা দিচ্ছি,যারা হামলার সাথে জড়িত তাদেরকে আমরা অচিরেই গ্রেপ্তারসহ আইনের আওতায় নিয়ে আসবো।রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লিয়াকত আলী বলেন-৭১” টিভির সাংবাদিক রিয়াজ হোসেনের উপর হামলার ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি।হামলাকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। শীঘ্রই আমরা তাদের ধরতে সক্ষম হবো।

প্রসঙ্গতঃগত ৭ মে (বুধবার) রাত সাড়ে আনুমানিক ৯ টার দিকে পূর্ব বিরোধের জের ধরে রূপগঞ্জের সমু মার্কেট এলাকায় রূপগঞ্জ সাংবাদিক কার্যালয়ের সামনে স্থানীয় সন্ত্রাসী ফারুক মোল্লা তার ছেলে সুমন মোল্লা,বাধন মোল্লা,ফাহিম মোল্লা,কাজল মোল্লা ও ইমন মোল্লাসহ অজ্ঞাত আরো ৬/৭ জন মিলে পরিকল্পিতভাবে হামলা চালায়।এসময় হামলাকারীরা তার মুখে,ঘাড়ে,মাথায় ও পিঠে ইট দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে জখম করে।আহত সাংবাদিক রিয়াজের ডাকচিৎকারে তার বন্ধু মাসুদ চৌধুরী এগিয়ে এলে হামলাকারীরা তার উপর চড়াও হয়ে,তাকে পিটিয়ে গুরুতর আহত জখম করে।উপস্থিত স্থানীয় লোকজনদের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন।এ ঘটনায় আহত সাংবাদিক রিয়াজ হোসেনের ছোট ভাই গত শুক্রবার মোঃতাইজুল ইসলাম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে,আরো অজ্ঞাতনামা ৫/৭ জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।৭১”টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেন বলেন-বেশি বাড়াবাড়ি করলে হয়রানিমূলক মামলাসহ আমার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতিসাধন করবে বলে হুমকি দিচ্ছে অভিযুক্ত সন্ত্রাসী ফারুক ও তার পরিবারের লোকজনেরা।বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি।তিনি আরো বলেন,হামলাকারীরা নিজেদের রক্ষা করার জন্য স্যোস্যাল মিডিয়াতে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।সবশেষে ঘটনার সাথে জড়িত মামলায় আসামিদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানান সাংবাদিক রিয়াজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST