ঢাকাTuesday , 10 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকের উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ।

দেশ চ্যানেল
December 10, 2024 4:53 pm
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ ও দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক শফিকুল ইসলাম মীরের উপর সন্ত্রাসীদের হামলা,নির্যাতন,গুলিবর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সোনারগাঁয়ের স্থানীয় সাংবাদিকরা।মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মানববন্ধন করা হয়।এ সময় সোনারগাঁয়ে কর্মরত স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।কালবেলা সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়ার সঞ্চালনায় ও মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকদের ব্যানারে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় আয়োজিত মানববন্ধনে প্রতিবাদী বক্তব্য তুলে ধরেন-দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনির,যুগান্তরের স্টাফ রিপোর্টার আল-আমিন তুষার,নয়াদিগন্তের সোনারগাঁ প্রতিনিধি হাসান মাহমুদ,দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক মাহবুব আলম সুমন,দেশ চ্যানেলের স্টাফ রিপোর্টার রিপন রেজা,সমকাল পত্রিকার সাংবাদিক শাহাদাত হোসেন রতন,দৈনিক বর্তমান পত্রিকার সাংবাদিক ফরিদ হোসেন,বাংলাদেশ প্রতিদিন ও আনন্দ টিভির সাংবাদিক মাজহারুল ইসলাম,সাংবাদিক গাজী মোবারক,বিজয় টিভির সাংবাদিক দ্বীন ইসলাম অনিক।এছাড়া মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন,দৈনিক জনকন্ঠের সাংবাদিক ফারুক, আজকের পত্রিকা ও ৭১ টিভির সাংবাদিক শেখ ফরিদ,সাংবাদিক মোকাররম মামুন,দৈনিক খবরের কাগজের সাংবাদিক ইমরান হোসেন,দৈনিক বাংলাদেশের খবরের সাংবাদিক সজীব হোসেন,ভোরের পাতার সাংবাদিক মশিউর রহমান, দৈনিক জাগরণের সাংবাদিক এরশাদ হোসেন,সাংবাদিক মনির হোসেন, সিরাজুল ইসলাম সিরাজ,শাহজালাল হোসেন,ফারুক হোসেন,আক্তার হোসেন, তুহিন আহমেদ,শাহিন সাকি,তৌরব হোসেন,ডালিম হোসাইন,আরাফাত হোসেন সিফাত,ফাহাদুল ইসলাম,পারভেজ হোসেন,ইয়াকুব হোসেন,সামির সরকার, কামরুল ইসলাম পাপ্পু,মাসুদ মিয়া,উজ্জ্বল হোসাইন মাসুম,মোক্তার হোসেন,প্রমুখ।মানববন্ধনে বক্তারা প্রতিবাদী বক্তব্যে বলেন- রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম।আর এই গণমাধ্যম কর্মীরা এখন দেশে সবচেয়ে অনিরাপদ।আপনারা জানেন নারায়ণগঞ্জ রূপগঞ্জের সাংবাদিকরা আজ চরম নিরাপত্তানহীনতায় ভুগছেন।রূপগঞ্জে এখনো সন্ত্রাসী,চাঁদাবাজি,জমি জবরদখল,নৈরাজ্যর অভয় স্থান।সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে হবে।অন্যথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।রূপগঞ্জের সাংবাদিকদের উপর বর্বর হামলার ঘটনায় নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন-সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে।আসামীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।উল্লেখ্য,সন্ত্রাসীদের অপকর্মের সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় গত ১৭ নভেম্বর দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের উপর হামলা ও চলতি মাসের ১ লা ডিসেম্বর তার বাড়িতে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে।গত ২৯ নভেম্বর দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের উপরও সন্ত্রাসীরা হামলা চালায়।সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সোনারগাঁয়ের সকল সাংবাদিকবৃন্দ ও সচেতন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST