ঢাকাWednesday , 8 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সাংবাদিক ও পুলিশকে যুবলীগ নেতার গালিগালাজ, ভিডিও ভাইরাল

    দেশ চ্যানেল
    November 8, 2023 12:36 pm
    Link Copied!

    মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

    পটুয়াখালীর বাউফলে এক যুবলীগ নেতার সাংবাদিক ও পুলিশকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার ভিডিও ভাইরাল হয়েছে। গত মঙ্গলবার (০৭নভেম্বর) সকাল থেকে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে। ভাইরাল ওই নেতা কেশবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.জহিরুল হক জহির। জহির উপজেলার কেশবপুর ইউপির দক্ষিন কেশবপুর গ্রামের ৪নং ওয়ার্ডের আঃ হক হাওলাদারের ছেলে।
    জানা গেছে, কেশবপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শূণ্য কোঠায় নিয়োগে ঘুষ বানিজ্যের অভিযোগের ভিত্তিতে কয়েকজন সাংবাদকর্মী সরজমিনে তথ্য সংগ্রহের জন্য যায়। সংবাদকর্মী দেখে স্থানীয় অনেকে তাদেরকে তথ্য দেয়ার জন্য এগিয়ে আসেন। এ খবর পেয়ে কেশবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.জহিরুল হক জহির সেখানে এসে উপস্থিত হন। এসময়ে সাংবাদিকদের তথ্য দেয়ায় সেখানে থাকা স্থানীয়দের উপর ক্ষিপ্ত হন তিনি।
    ভাইরাল ওই ভিডিওতে শোনা যায়, যুবলীগ নেতা জহির উত্তেজিত হয়ে মালেক নামের স্থানীয় এক ডিস ব্যবসায়ীকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। এসময় সাংবাদিক ও পুলিশকে উদ্দেশ্য করে অশালীন (প্রকাশে অনপোযোগী) ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। সেখানে সাংবাদিকদের হাতে থাকা মোবাইল ফোনে ঐ গালিগালাজের ভিডিও ধারন করা হয়। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
    বাউফল রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারন সম্পাদক সাংবাদিক আরিফুল ইসলাম বলেন, আমরা ওখানে তথ্য সংগ্রহের জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে গিয়েছিলাম। সেখানে ইউনিয়ন যুবলীগ সভাপতির তো আসার কথা নয়। তিনি তার ক্ষমতার অপব্যবহার করে আমাদের সাথে অসৌজন্য মূলক আচারণ করেছেন। এটা আসলে কাম্য নয়।
    এবিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা জহিরুল হক জহির বলেন, আমি যা বলার বলেছি। আপনারা যা করতে পারেন করেন।
    এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, আমি এবিষয়ে কিছু জানি না। তিনি কোন বক্তব্য দিতেও রাজি হননি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST