ঢাকাSaturday , 23 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক বিভুরঞ্জনের লাশ উদ্ধার ও শেষকৃত্য ঢাকায় অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
August 23, 2025 8:04 am
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে লেখক-সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ।গতকাল শুক্রবার বিকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।পারিবারিক সূত্রে জানা যায়-প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে গত বৃহস্পতিবার সকাল দশটার দিকে বাসা থেকে বেরিয়ে যান বিভুরঞ্জন সরকার।তিনি দীর্ঘ সময় ধরে বাসায় না আসায়,পরিবারের লোকজন চিন্তিত হন,অফিসে যোগাযোগ করে পাওয়া যায়নি।এ সময় তার সঙ্গে মোবাইল ফোনও ছিল না।পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।এ ঘটনায় তার ছেলে ঋত সরকার বাবা নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে গতকাল শুক্রবার রাতে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেন।বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। তিনি মূলত একজন কলামিস্ট হিসেবে পরিচিত।বর্তমানে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরীতে বসবাস করছেন।নারায়ণগঞ্জ কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ(পরিদর্শক)সালেহ আহমেদ পাঠান গনমাধ্যমকে জানান,গতকাল শুক্রবার বিকালে কলাগাছিয়া এলাকায় মেঘনা নদীতে ষাটোর্ধ্ব এক ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়।তাৎক্ষণিক নৌ পুলিশ লাশ উদ্ধারের পর রমনা থানা এলাকা থেকে নিখোঁজ সাংবাদিকের ছবির সঙ্গে মিল পায়।দরমনা থানায় করা জিডির সঙ্গে বিভুরঞ্জনের যে ছবিটি পরিবার হতে দেওয়া হয়েছিলো,সেই ছবির সাথে মিলিয়ে দেখার পর বিষয়টি রমনা থানাকে অবগত করে মুন্সীগঞ্জের পুলিশ।জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম সংবাদমাধ্যমকে বলেন-মেঘনা নদীতে লাশ পাওয়া গেছে।আমরা মোটামুটি কনফার্ম হয়েছি।তার পরিবার এসে শনাক্ত করার পর সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে শনিবার দুপুরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় এ ময়নাতদন্ত করা হয়।হাসপাতালের আরএমও ডাঃশেখ এহসানুল ইসলাম জানান-ময়নাতদন্তে নিহতের শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

সূত্রে জানা যায়-পারিবারিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন বিভুরঞ্জন সরকারের মরদেহ গ্রামের বাড়ি পঞ্চগড় নয় বরং ঢাকায় আনা হবে।পরে ধর্মীয় রীতি মেনে বরদেশ্বরী কালী মন্দিরের সৎকার করার পরিকল্পনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST