মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি
আজ দুপুর বারোটায় মাননীয় সংসদ সদস্য সাবেক সফল রেলমন্ত্রী সাকোয়া হাতে শালডাঙ্গা পর্যন্ত সাড়ে আট কোটি টাকা রাস্তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। সাবেকে রেল পথ মন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার নিরলস ভাবে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, গ্রাম এখন শহরে পরিণত হয়েছে। এ সময় তিনি ঠিকাদারের সাথে কাজের অগ্রগতি সম্পর্কে কথা বলেন এবং কাজের মান যেন শতভাগ ভালো করার নির্দেশ দেন। অনুষ্ঠান শেষে সাবেক রেলপথ মন্ত্রী মারেয়া আউলিয়া ঘাট ব্রিজ পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতি কথা বলেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাকোয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ হাপিজুল ইসলাম, বোদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সাকোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আসাদ আলী শিকদার, সাকোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোমিনুর ইসলাম বুলেট সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।