রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা
সনাতনী সম্প্রদায়ের বৃহৎতম ধর্মীয় উৎসব উপলক্ষে এখন থেকে প্রস্তুতি শুরু করেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা এর বিভিন্ন পূজামন্ডপ গুলো।মৃৎশিল্পীরা শেষ পর্যন্ত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। আগামী ১৪ অক্টোবর পবিত্র মহালয়ার মাধ্যমে মহামায়ার শুভাগমনের বার্তা ধ্বনিত হবে। মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপে দর্শনের আহবানে আগামী ২০ অক্টোবর দেবী দুর্গার বোধনের মধ্যে দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জনের মধ্যে দিয়ে শেষ হবে সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গা পূজা।
এইবার মা দুর্গার আগমন ও গমন দুটোই ঘটবে ঘোটকে। যার ফলে প্রকৃতি মাতার চতুর্দিকে দৃশ্যমান হবে ঝড় তুফান জল্লোচ্ছাস সহ গঙ্গা মাতার করুণাধারার অমিত সম্ভাবনা রয়েছে বলে জানান বাঘাইহাট পুজা উদযাপন কমিটির শুভ চৌধুরী।
বাঘাইছড়ি উপজেলা বাঘাইহাট পূজা উদযাপন কমিটির সভাপতি শুভ চৌধুরী আরো বলেন, এই বৎসর সাজেকে ২টি পূজা মন্ডপে অনুষ্টিত হবে শারদীয়া দুর্গোৎসব। এছাড়াও প্রতি বছরের ন্যায় বিজয়া দশমীর দিন কাচালং নদী মোহনায় নৌ র্যালীর মাধ্যমে প্রতিমা নিরঞ্জন হবে এবং অনুষ্ঠিত হবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাজেক মাচালং এলাকার শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম মন্দিরের পূজা উদযাপন পরিষদের পক্ষে পুর্নধর ত্রিপুরা বলেন বলেন, ইতিমধ্যে ২টি পূজা মন্ডপ স্থাপনের কাজ প্রায় শেষের দিকে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে।
বাঘাইহাট ৬নং আর্দশ পাড়া শ্রী শ্রী কৃশ্ন মন্দিরের পুজা উদয়াপন কমিটির সভাপতি শুভ চৌধুরী বলেন, ইতিমধ্যে এই মন্ডপে প্রতিমা তৈরীর কাজ পুরোদমে চলছে। আমাদের পূজা মন্ডপের এইবারের থিম “পদ্ম ধরণী।” মা দুর্গার চিরন্তন পছন্দ পুষ্প হলো পদ্ম। তাই এই লক্ষ্যকে সামনে রেখে আমরা মায়ের মন্ডপকে সাজানোর চেষ্টা করছি।
সাজেক থানার ওসি দেবাশীষ বলেন, পূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটা মন্দিরেই থানা পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশের স্বেচ্ছাসেবক দল ও মাঠে থাকবে। এছাড়া প্রতিটি মন্দির কমিটির স্বেচ্ছা সেবকরা সমন্বিতভাবে পূজা মন্ডপে আনসার ও পুলিশকে সহায়তা করবেন। দেবী বিসর্জন পর্যন্ত সার্বক্ষণিক নজরদারি থাকবে আমাদের। সনাতন ধর্মাবলম্বীরা যাতে তাঁদের অন্যতম সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা আনন্দের মধ্যে দিয়ে সুন্দর ভাবে উদযাপন করতে পারে সেদিকে পুলিশ এর পক্ষ হতে সার্বক্ষনিক মনিটরিং এর ব্যবস্থা করা হবে।