রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাহাড়ি পল্লি গুলোতে চলছে নবান্ন উৎসব।
উৎসব মুখর পরিবেশে চলছে জুমের ধান কাটা একই জমিতে ১৫ থেকে ২০ ধরনের ফসল ফলাম এই সাজেক পাহাড়ের জুম চাষিরা। সারা বছর কষ্ট করে এখন সেই ফসল ঘরে তোলার মৌসুম।
যার উপর ভিক্তি করে চলে জুম চাষিদের জীবন জীবিকা। পাহাড়ি অঞ্চলের মানুষরা চাষাবাদ করে সনাতন পদ্ধতিতে যার নাম জুম।
জানুয়ারি মাসে স্হান নির্ধারন, মার্চ মাসে জুমের জঙ্গল পুরানো, এপ্রিল মাসে বিষ রোপন শেষে সেপ্তেম্বর আর অক্টোবরে ফসল গড়ে তোলার ব্যস্ত সময় পার করে চাষিরা।
সবুজ পসহাড় জুরে এখন পাকা ধানের সমারোহ, ধান কাটা শুরু করেছে অনেকে একই জমিতে আবাদ হয় কলা,হলুদ,মরিচ,ভুক্তা,আদাসহ ১৫ থেকে ২০ ধরনের জুমের ফসল।
সাজেক পাহাড়ের জুম চাষিদের এখন ঘরে ঘরে চলছে বিনা চালের পাহাড়ি নানা ধরনের পিঠা।
জুমের ফসলকে ঘিরে অর্থ উপার্জন হয় পাহাড়িদের জীবন জীনিকা।
আবহাওয়া অনুকুলে থাকায় এই বছর জুমের ফসল ভালো হয়েছে বলে আশা জুম চাষিদের।
এবার সাজেকে ৭ কেক্টর জমিতে জুম চাষ হয়েছে। গত বছরের তুলনায় এই বছর জুমের ফসল ভালো আবাদ হয়েছে বলে জানিয়ে সাজেক ইউপি চেয়ারময়ান অতুলাল চাকমা। তিনি বলে সামনে বছর ফলন বাড়াতে উন্নত জাতের বিষ সরবরাহ করার জন্য ইউনিয়ন পরিষদ কার্যলয় থেকে নানা উদ্দ্যোগ গ্রহন করা হয়েছে।