রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম(বার) মহোদয়ের বিশেষ দিক-নির্দেশনায় ও অফিসার ইনচার্জ, সাজেক থানা মহোদয়ের নেতৃত্বে এসআই(নিঃ)/শুভ মিত্র তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ সাজেক থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় সংবাদ প্রাপ্তির মাধ্যমে সাজেক থানাধীন সাজেক ভ্যালিস্থ কংলাক পাহাড়ে পূর্ব পাশে অবস্থিত হিল কিং রিসোর্ট হতে বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয়দানকারী ও সেনাবাহিনীর ভুয়া নকল ০২ (দুই) টি আইডি কার্ড বহনকারী কাজী অমিত ইমরান(৩৫) কে গ্রেফতার করা হয়। আসামীর রিরুদ্ধে অত্র থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।