তুষার কবিরাজ ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :
খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের গুটুদিয়া বাজার এলাকায় সড়ক ও জনপদ অধিদপ্তরের জমিতে অবৈধভাবে অবস্থিত স্থাপনা অপসারণের জন্য আজ ১৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় সওজ খুলনা জোন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়(উপ-সচিব) এর নেতৃত্বে উচ্ছেদ এক অভিযান পরিচালনা করা হয়। উক্ত উচ্ছেদ অভিযানে অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী আজিম কাওসার, উপ বিভাগীয় প্রকৌশলী প্রসেনজিৎ পাল এবং ডুমুরিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। এ সময় গুটুদিয়া বাজার মোড় এলাকায় অবৈধ ভাবে অবস্থিত একটি ৪তলা বিশিষ্ট ভবনসহ বেশ কয়েকটি পাকা ও সেমি পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে ঐ ভবনের মালিক মিঠু বলেন,কোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও আমার ভবনটি ভেঙে দেয়া হচ্ছে। আমি আমার পক্ষের সকল কাগজ পত্র দেখিয়েছি কিন্তু উনি কিছুই মানছেন না। এ বিষয়ে আমি আইনের আশ্রয় নিবো। এ বিষয়ে জানতে চাইলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় বলেন, সড়ক ও জনপদের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছে। এই সমস্ত স্থাপনার মালিকদেরকে বারবার লিখিতভাবে নোটিশ করা হলেও তারা স্থাপনাগুলো অপসারণ করেনি। তাই পূর্ব ঘোষিত গণ- বিজ্ঞপ্তি অনুযায়ী অপসারণ কাজ চলছে।