মোঃ মাসুম উদ্দিন খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়িতে এক ব্যাংক কর্মকর্তার ৭ লাখ টাকা ফেরত দিয়ে মানুষের হৃদয়ের মাঝে সম্মানের মর্যাদায় ঠাই করে নিয়েছে অটোরিকশা চালক মেহেদী হাসান শান্ত।
বেসরকারি ব্যাংকের আউটলেট এজেন্ট থেকে মূলশাখায় ফেরার পথে ভাড়া চালিত অটোরিকশায় টাকা ভর্তি একটি ব্যাগ ভুলে ফেলে রেখে চলে যান এক ব্যাংক (কর্মকর্তা)। তাকে নামানোর কিছুক্ষণ পর অটোরিকশা চালক হঠাৎ পেছনে পড়ে থাকা ব্যাগটি খেয়াল করেন। এ সময় তিনি ব্যাগটি খুলে দেখেন, ভেতরে সব টাকার বান্ডিল। পরে অনেক খোঁজাখুঁজি করে যাত্রীকে তাঁর ফেলে যাওয়া ১ লাখ টাকার চেক ও নগদ ৬ লাখ টাকাভর্তি ব্যাগটি ফেরত দিয়েছেন ওই অটোরিকশা চালক।
সোমবার বিকাল ৩ ঘটিকার সময় মানিকছড়ি মহামুনিতে এ ঘটনা ঘটে।টাকা ফেরত দেওয়া মেহেদী হাসান শান্ত তিনটহরী পূর্বপাড়ার বাসিন্দা।
অটোরিকশাচালক মেহেদী হাসান শান্ত বলেন বিকেল ৩টার দিকে মানিকছড়ি বাজার থেকে এক যাত্রী তাঁর গাড়িতে ওঠেন। মহামুনি বাসস্ট্যান্ডে ওই যাত্রীকে নামিয়ে দেন। এর কিছুক্ষণ পর ব্যাগটি তাঁর চোখে পড়ে। তিনি বুঝতে পারেন, মহামুনি স্টেশনে নেমে যাওয়া যাত্রী বাকি সব জিনিস নিলেও ব্যাগটি ফেলে গেছেন। এ সময় কৌতূহল বশত ব্যাগটি খুললে টাকাগুলো তার নজরে পরে। এর পরপরই ব্যাগের মালিককে খোঁজ করতে থাকেন,মালিককে না পেয়ে মানিকছড়ি বাজারে ছুটে যান। পরে ব্যাংকের শাখার অন্য এক কর্মকর্তার মাধ্যমে নিশ্চিত হয়ে টাকাভর্তি ব্যাগটি ফেরত দেন।
এ ঘটনা জানা জানির পর প্রসংশায় ভাসছেন অটোরিক্সাচালক শান্ত। তার এমন সততা ও মহানুভবতার কারনে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন স্থানীয় নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন একতা যুব সংঘের নেতৃবৃন্দ।