ঢাকাThursday , 9 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার।

দেশ চ্যানেল
October 9, 2025 9:38 am
Link Copied!

ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগার সাপাহারে নিজ বাসা থেকে নিখোঁজের ২৪ঘন্টা পর নুরল ইসলাম (৭৩) বছরের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পিছল ডাঙ্গা (মলপাড়া) খাড়ির পানি থেকে পুলিশ হাত পা বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্দার করে।

বৃদ্ধের পারিবারিক সূত্রে জানা গেছে পিছলডাঙ্গা (মলপাড়া) গ্রামের মৃত আজির উদ্দীনের ছেলে নুরুল ইসলাম (৭৩) গত ০৮অক্টোবর বুধবার ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে না আসায় বুধবার সারাদিন লোজন তাকে খুঁজতে থাকে। কোথাও তার কোন সন্ধান না পেয় পুনরায় গ্রামবাসী সকলে মিলে বৃহস্পতিবার ভোর হতে আবার খোঁজাখুজি শুরু করে। খোজা খুজির এক পর্যায়ে লোকজন গ্রামের দক্ষিন পাশে^ প্রায় ১কিলোমিটার দুর দিয়ে বয়ে যাওয়া খাড়ির পানিতে বৃদ্ধের ভাসমান মরদেহ দেখতে পায়। সাথে সাথে গ্রামবাসী স্থানীয় থানায় সংবাদ দিলে তৎনাত পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানা হেফাজতে নেয়। এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন ধারনা করা হচ্ছে এটি একটি হত্যা কান্ড। বৃদ্ধকে কেউ কোথাও মেরে হাত পা বেধেঁ তার মরদেহটি এখানে খাড়ির পানিতে ফেলে গেছে। ময়না তদন্তের জন্য মরদেহটি নওগাঁ মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট এলে মৃত্যের সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানিয়েছেন। তবে এটি একটি হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন।

উল্লেখ্য পুলিশ গত ০৭অক্টোবর সাপাহারের লক্ষিপুর দরগা তলা আমবাগান থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST