খাইরুল ইসলাম সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ সাপাহারে বাংলাদেশ বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে মতবিনিময় ও প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে সাপাহার সদরের জিরো পয়েন্ট সংলগ্ন আদি ইসলামিয়া চাপাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এই মতবিনিময় ও প্যানেল পরিচিতি সভা হয়েছে।
উল্লেখ্য আগামী ২২ নভেম্বর ২০২৫ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনপির সাপাহার উপজেলা শাখার দ্বি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে উক্ত কাউন্সিল কে কেন্দ্র করে দুটি প্যানেলে চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা যায়। প্যানেল দুটি হলো সভাপতি পদে রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক পদে আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক পদে ২জন শফিকুল ইসলাম ও আব্দুল্লাহ আনসারী।ওপর প্যানেল টি তে সভাপতি পদে মোখলেসুর রহমান মুকুল,সাধারণ সম্পাদক পদে সারোয়ার জাহান চৌধুরী লাবু , সাংগঠনিক সম্পাদক পদে ২জন আব্দুল্লাহ আল মামুন ও মোস্তাফিজুর রহমান বাদল।
উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহ আলম এর সভাপতিত্বে ও আব্দুল্লাহ আনসারীর পরিচালনায় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুর রহমান কল্লোল,কাউন্সিলর পদের প্যানেল সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক পদে আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক পদে শফিকুল ইসলাম,আহবায়ক সদস্য তরিকুল ইসলাম সহ এ সময় বাঃলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ,কর্মী সমর্থক, ৬ ইউনিয়নের আহ্বায়ক ও যুগ্ন আহবায়ক সহ অন্যান্য নেতৃ বৃন্দ বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।