ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধি
“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে যুব উন্নয়নের সপ্তম ব্যাচ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে উপজেলার হাপানিয়া কে, এম ফাজিল মাদ্রাসায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সপ্তম ব্যাচে ২০ থেকে ২৬ ডিসেম্বর ৭ দিন ব্যাপী ‘গরু মোটা তাজা করণ’ রাজস্ব খাতের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে যাতায়াত ভাতা বাবদ নগদ ৬০০ টাকা করে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদ হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুস সবুর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রাব্বানী, হাপানিয়া কে, এম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলাউদ্দীন শিরাজী, সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী রানা।