জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৪তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ই মার্চ) সহকারী অধ্যাপক মাওলানা নুরুন্নবী এর উপস্থাপনায় এবং অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন এর সভাপতিত্বে এ দিবস পালিত হয়।
বক্তব্য পেশ করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন। তিনি বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন ও বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন। বঙ্গবন্ধু যে অবদান রেখে গেছেন তা থেকে ছাত্রছাত্রীদের শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সামনের দিনগুলোতে ভুমিকা রাখার আহবান জানান।
এছাড়াও বক্তব্য পেশ করেন ভাইস প্রিন্সিপাল মাওলানা আল মারুফ।
তাছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা হাফেজ আব্দুল করিম, সহকারী অধ্যাপক আবুল বাশার, আরবী প্রভাষক মাওলানা রফিকুল ইসলাম, প্রভাষক মেরিনা সুলতানা, সহকারী শিক্ষক আক্তারুজ্জামান পিন্টু, আনোয়ার হোসেন, মফিজুর রহমান, রবিউল ইসলাম, আতিয়ার রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, মোমিনুর রহমান, রুপালি খাতুন, সীমা খাতুন, জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমান প্রমুখ।
বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন সহকারী মৌলভী শিক্ষক মাওলানা রবিউল ইসলাম।