ঢাকাSunday , 1 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সামনে আরো কঠিন সময় আসছে ধৈর্য্যর সাথে মোকাবেলা করতে হবে, সেনা প্রধান! 

দেশ চ্যানেল
December 1, 2024 12:13 pm
Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

দেশে এখন ক্রান্তি সময় সকলকে অতি ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। দেশ স্বাধীনের পর থেকেই দেশের সূর্য সন্তান সকল মুক্তিযোদ্ধারাই সেনাবাহিনীদের অদম্য সাহস যুগিয়েছে তাছাড়া অনেক ক্রান্তি সময়ে ও পাশে থেকেছে সহযোগিতা করেছেন আপনাদের কাছে আমরা চিরঋণী যারা দেশ স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছেন আজ বিজয়ের মাসের প্রথম দিনে সে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাকুঞ্জে মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন, এ সময় তিনি আরো বলেন দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দেশের সকল জনতা দাঁড়িয়েছে। সবাই মিলে কাজ করলে দেশের এই ক্রান্তিলগ্ন থেকে বের হওয়া যাবে।

আজ রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদেরকে সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে সকল মুক্তিযোদ্ধাদের সম্মানের সাথে সম্মান প্রদান সহ ২০২৩-২০২৪ অর্থ বছরে শান্তীকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২৮ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেন সেনাপ্রধান। যার মধ্যে পাঁচজন সেনাবাহিনী পদক, পাঁচজন অসামান্য সেবা পদক ও ১৮ জন বিশিষ্ট সেবা পদক প্রাপ্ত হোন। মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের এ অবস্থান। দেশের শান্তি রক্ষায় দিনরাত আইনশৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এছাড়া খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় ও শুভেচ্ছা উপহার দেন ওয়াকার-উজ-জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST