মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৪ আসনে ডক্টর সাম্মী আহম্মেদের মনোনয়নের খবর শুনে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়েছে।
আজ (২৬নভেম্বর) বিকালে চুড়ান্ত মনোনয়ন ঘোষণা পরপরই মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ের সামনে ঢোল বাঁশির তালে তালে রং ছিটিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায়।পরে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পাতারহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব জাহাঙ্গীরসহ মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৪ আসন থেকে ডাঃ সাম্মী আহম্মেদ বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।