ঢাকাThursday , 15 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সাম্য হত্যার বিচারের দাবিতে দূর্গাপুর ছাএদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ।

দেশ চ্যানেল
May 15, 2025 11:26 am
Link Copied!

জিয়াউল হক উপজেলা সংবাদদাতা দূর্গাপুর,নেএকোনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সুসং সরকারি মহাবিদ্যালয় ছাত্রদল।

সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক নিরঞ্জন দেবনাথ, সদস্য সচিব আলমগীর হোসেন,পৌর-ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব নুরুজ্জামান জনি, কলেজ ছাত্রদলের আহবায়ক আমিনুল ইসলাম তালুকদার, সদস্য সচিব মাসুদ মির্জা প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরাও কঠোর আন্দোলন শুরু করেছিলো। এতে অনেক নেতাকর্মী শহীদ হয়েছে। ৫ আগস্টের পর সব জায়গায় ছাত্রদলের নেতাকর্মীরা খুন হচ্ছে, মামলা খাচ্ছে। অন্য কোনো দলের নেতাকর্মীরা তো খুন হচ্ছে না। বুকের রক্ত দিচ্ছে না। এর পরেও বর্তমান সরকার কেনো দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসন কেন এসব জায়গায় চুপ থাকে। আমরা সাম্য হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। বিচার না করতে পারলে আপনারা পদত্যাগ করুন।

উল্লেখ্য :  মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাম্য প্রাণ হারান। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়। ঢাবিতে জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST