মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ৫ দিন পর বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে আবুল হোসেন (৪৮) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ই মার্চ) সকাল ১০টার দিকে সিংগাইর উপজেলার দক্ষিণ আজিমপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আবুল হোসেন একই এলাকার মৃত আবুল হাসেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ মার্চ আবুল হোসেন নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গতকাল সোমবার থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন। আজ সকালে স্থানীয়রা নিহতের বাড়ির পাশের ভুট্টা ক্ষেতের ভিতরে আবুল হোসেনের অর্ধগলিত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আবুল হোসেন এর লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে ।